কবিতা

থমকে যায় সময়

By মেহেরপুর নিউজ

October 07, 2019

রাফিয়া আক্তার পলি **************** আবার নতুন করে দেখা পুরনো কোন স্মৃতি ছিলো না বলবার মতো কথা? দৃষ্টিতে মুগ্ধতা? কোন কিছুই ছিলো না আকস্মিকতার দমকা হাওয়ায় ওড়েনি শিমুল তুলোর মন।

দুলতে দুলতে দমকে ঠমকে চমকে দিয়ে নাচেনি হৃদয় শুধু তোমাকে অতি স্বাভাবিক মনে হয়েছে যেন ভুল জায়গায় ভুল সময়ে বড্ড দেরি করিয়ে দিলাম আমিই বক্তা আমিই শ্রোতা অনবরত বলেই গেলাম, ভালো ছিলে তো? বোধহয় খুব তাড়া ছিল তোমার একটাই কথা ভেসে এলো কানে দেরি হয়ে গেছে, চলি!

হ্যাঁ তাই তো পথ চলতি পথিক তুমি দেরি করে দিলাম সময় চলল ঘোড়ায় চেপে হারিয়ে যায় দ্রুততায় সবকিছু থমকে থাকি আমি, আমার একলা রান্নাঘর ,তৈজস চায়ের কাপে সঙ্গীহীন ধোঁয়া টুনটুনি টা একাই কাঁদে, আমি থমকে দেখি আমার রক্তে মেশা ভালোবাসারাও থমকে গেছে । আমি থমকে আছি গাছের মতো অনড় চলে যেতে দেখেছি ফিরতে দেখিনি সময় সময় ও তুমি থমকে দিয়েছ আমায়।