মেহেরপুর নিউজ, ০২ সেপ্টেম্বর:
তৃণমূল পর্যায়ে সততা, দায়ীত্বের প্রতি আন্তরিকতা, আপোষহীণ সাংবাদিকতা ও সম্পাদক হিসেবে তোজাম্মেল আযমকে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ‘শেরেবাংলা সম্মাননা-২০১৬’ সম্মাননা প্রদান করবে।
তোজাম্মেল আযম মেহেরপুরের প্রথম সংবাদপত্র দৈনিক আযমের সম্পাদক ও যুগান্তরের মেহেরপুর জেলা প্রতিনিধি। সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যর জুরিবোর্ড খুলনা বিভাগ থেকে আযমকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৬ বাংলাদেশ আইনজীবী সমিতি মিলনায়তনে ‘শেরে বাংলার কর্মময় জীবন’ শীর্ষক গুনীজন সম্মাননা-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি এম তাফাজ্জেল ইসলাম, প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক, বিশেষ অতিথি থাকবেন ভাষাসৈনিক রেজাউল করিম, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজ (এসবি) মো: আনোয়ার হোসেন, অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মোহাম্মদ শাজাহান।
তোজাম্মেল আযমকে সম্মাননা জানানোর সিদ্ধান্তে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদকে অভিনন্দন জানিয়েছে মেহেরপুরের স্বজনরা।