মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারী: মেহেরপুরে তীব্র শীত আর ঘন কুয়াশার কারনে কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। লালচে রং ধারন করে পচে যাচ্ছে ধানের চারা। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোন লাভ হচ্ছেনা। চাষিরা ইতোমধ্যে বোরো রোপণ শুরু করলেও চলতি মৌসুমে বোরো চাষের লক্ষমাত্রা পূরণ হবে না বলে আশংকা করছে কৃষকেরা। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বোরো মৌসুমে প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষমাত্রা পূরণ করতে জেলার চাষিরা দেড় হাজার হেক্টর জমিতে বোরো বীজ তলা তৈরি করেছে। চলতি বোরো মৌসুমে কিছুটা হলেও সে লোকসান পুষিয়ে নিতে নতুন উদ্যোমে প্রস্তুতি নিচ্ছিল কৃষকেরা। অনেকেই এ মৌসুমে বেশি করে বীজতলা তৈরি করেছিল। কিন্তু কয়েক দিন আগের তীব্র শীত আর ঘন কুয়াশা প্রভাব হিসেবে কোল্ড ইনজুরির শিকার হয়েছে অনেক চাষির বোরো বীজ তলা। লালচে রং ধারন করে পচে নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা। কারো কারো ধানের চারা ঠিকমত গজায়নি। বিভিন্ন প্রকার ছত্রাকনাশক প্রয়োগ করেও কোন প্রতিকার মিলছেনা। সবচেযে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর, রাজাপুর, উজলপুর ও মনোহারপুর গ্রামের মাঠের বীজতলা।
এছাড়াও মুজিবনগর উপজেলার দারিয়াপুর, মোনাখালীসহ গাংনী উপজেলার অনেক মাঠে বীজতলা নষ্ট হবার খবর পাওয়া গেছে। ওই সব এলাকা ঘুরে দেখা গেছে, বীজতলা লালছে ও হলুদ আকার ধারন করেছে। ক’দিনের প্রচন্ড ঘন কুয়াশা ও তীব্র শীতের কারনে বীজতলা লালছে হয়ে যাচ্ছে বলে কৃষক জানিয়েছেন।