মেহেরপুর নিউজ, ১৭ জুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০০ রোগী ভর্তি হচ্ছে গরমজনিত রোগে আক্রান্ত হয়ে। খাতা কলমে ২৫০ শয্যা হাসপাতাল হলেও এতে শয্যা রয়েছে ১০০টি। ফলে অতিরিক্ত ২০০ রোগি ওয়ার্ডের মেঝে ও বারান্দাতে চিকিৎসা নিচ্ছে।গত পাঁচ দিন ধরে এ অবস্থা বিরাজ করছে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে।
সোমবার সকাল ১১ টার দিকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে জানা গেছে, মহিলা ওযার্ডে ৪০ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১৬৩ জন। গত পাঁচ দিনে গড়ে শতাধিক রোগী এখানে ভর্তি হচ্ছে।
তিন তলার শিশু ও মহিলা সার্জারি ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে চিকিৎসাধীন ছিল ৮৩ জন। নিচতলার পুরুষ ওয়ার্ডে ৪০ বেডের বিপরীতে সোমবার চিকিৎসাধীন ছিল ৮৩ জন ।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) আবু এহসান আল আজীজ বলেন, তীব্র গরমে অ¯^স্তি থেকে মানুষ অসুস্থ হচ্ছে। এটি কোন ক্যাটাগরিক্যাল রোগ নয়। অতিরিক্ত গরমের কারণে মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়ছে। দুই একদিন হাসপাতালে থাকার পরই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে।