মেহেরপুর নিউজ:
দুদকের সাজানো মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের সাজা দিয়েছেন আদালত। রায়ে তারেক রহমানকে তিন কোটি টাকা এবং জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের কাথুলী বাস স্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি বলেন, “রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখা আওয়ামী সরকার তাদের কোন প্রতিপক্ষ রাখতে চায় না। একদফার চলমান আন্দোলনকে সরকার ভয় পেয়েছে। বিএনপির ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। দেশকে গণতন্ত্র শুণ্য করার ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে এবং নব্য বাকশালী দুঃশাসনকে চিরস্থায়ী রাখতে এ রায় দেয়া হয়েছে।”