মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আলমগীর হোসেন আলম (৩৫) হত্যার ১৪৫ দিন পর জানা গেল হত্যা কান্ডের মূল নায়ক মামলার বাদি, নিহত আলমগীর হোসেন আলমের স্ত্রী বেদনা খাতুন। হত্যা মামলার তদন্ত করতে গিয়ে বেদানা সহ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো মামলার বাদি এবং নিহতের স্ত্রী মোছাঃ বেদেনা খাতুন (৩৭) নিহতের শাশুড়ি শাহিনুর বেগম (৫৫), তারানগর গ্রামের শেখের আলীর ছেলে হামিদুল এবং ধলো।
এদের মধ্যে মামলার বাদি মোছাঃ বেদেনা খাতুন, মোছাঃ শাহিনুর বেগম এবং হামিদুল হত্যাকাণ্ডে অংশগ্রহণের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা আদালতে জবানবন্দী প্রদান করেছে।
২০২৪ সালের ৯ আগস্ট দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আব্বুত আলীর ছেলে আলমগীর হোসেন আলমকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর ১০ আগস্ট আলমের স্ত্রী বেদনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই সময় মামলার বাদী বেদানা খাতুন জানান, চোরাকারবারির টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
এদিকে হত্যাকাণ্ড ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নাজমুল ইসলাম ঘটনার আসল রহস্য উদঘাটন করার জন্য তৎপরতা শুরু করেন। মামলার বাদী বেদনা খাতুন এর কাছ থেকে তার স্বামী হত্যার ব্যাপারে কোন সহযোগিতা না পাওয়াই পুলিশের সন্দেহ হয় মামলার বাদীর উপর। ঘটনার প্রায় ১৪৫ দিন পর তথ্য প্রযুক্তি সহায়তায় মামলার বাদী নিহত আলমের স্ত্রী বেদানা খাতুনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশের জেরার মুখে এক পর্যায়ে বেদেনা খাতুন হত্যার দায় স্বীকার করেন এবং কিভাবে তার স্বামীকে হত্যা করা হয় এ বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তারানগর গ্রামে ব্যাপক অভিযান চালিয়ে বাকি তিন জনকে আটক করেন।
আটক মামলার বাদী ও নিহত আলমের স্ত্রীর বেদনা খাতুন জানান, ২০ বছরের বিবাহিত জীবনের শেষ দিকে এসে তার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে সংসারের ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকে। এ থেকে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়।ভাড়াটে খুনি নিয়োগ করা হয়।
বেদানা খাতুন আরও জানান, ৯ আগস্ট রাতে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ভাতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ভাত খাওয়ার পর যখন আলম ঘুমিয়ে পড়ে, তখন ভাড়াটে খুনিদের তার বাড়িতে ডেকে আনে। রাত ১১টা-১১-৩০ ঘটিকার মধ্যে ভাড়াটে খুনি হামিদুল হামদু এবং ধুলো ওরফে মিন্টু ওরফে পেটু ধারালো দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে আলমকে হত্যা নিশ্চিত করে বাইরে থেকে ঘরের সিটকিনি লাগিয়ে চলে যায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাত ১২ টার দিকে বেদেনা তার মেয়ের প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠার নাটক সাজিয়ে তার আত্মীয় ও আশেপাশের লোকজনকে জড়ো করে। পরদিন মোছাঃ বেদেনা খাতুন নিজেই বাদী হয়ে মুজিবনগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে নিহতের শাশুড়ি ১ লক্ষ ৪০ হাজার টাকায় একটি গরু বিক্রি করে। গরু বিক্রির সেই টাকা দিয়ে হামিদুল হামদু এবং ধুলো ওরফে মিন্টু ওরফে পেটুকে ভাড়া করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তদন্ত শেষে আলম হত্যা মামলার বাদী অর্থাৎ আলমের স্ত্রী বেদানাকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে আটক করতে সক্ষম হয়।