মেহেরপুর নিউজ,২৪ ফেব্রুয়ারি:
তরুণ কবি এস এম মোস্তাফিজুর রহমানের রচনায় এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে “স্মৃিতর সন্ধানে” নামের একটি আধুনিক বাংলা কবিতার বই । ঢাকার স্বপ্নিল বেস্ট প্রোফাইল প্রকাশনী থেকে সাইফুল সাইফের প্রকাশনায় অমর একুশে বই মেলার সৌহরাওয়ার্দী উদ্যানের ৩৪৬ নং আল-আমিন স্টলে পাওয়া যাচ্ছে বইটি । এছাড়াও যশোরের বই বীথি লাইব্রেরি, মাহবুব লাইব্রেরী এবং মেহেরপুরের দোয়েল লাইব্রেরীতেও পাওয়া যাচ্ছে।
এ উপলক্ষে সম্প্রতি মেহেরপুর নিউজ কার্যালয়ে এসে চেয়ারম্যান ও বার্তা সম্পাদকের হাতে তুলে দেন তার লেখা এই বইটি। সহজ ও প্রাণবন্ত ভাষায় লেখা বইটিতে স্থান পেয়েছে ৫৬ টি কবিতা।
লেখক পরিচিতিঃ
এস.এম. মোস্তাফিজুর রহমান ১৯৯৫ সনের ৩ আগস্ট মেহেরপুর জেলার শ্যামপুর গ্রামে আব্দুর রকিব ও মর্জিনা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ সালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পাস করেন । বর্তমানে তিনি যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছেন ।