ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়।
শহরের শহীদ হাসান চত্ত¡র ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে এই কার্যক্রম শেষ হয়। এর আগে শহীদ হাসান চত্ত¡রে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগর নেতারা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের উদ্দেশ্য বক্তারা বলেন, সবাইকে ডেঙ্গু রোগবাহী এডিস মশা হতে সজাগ থাকতে হবে। একটু সচেতনতায় এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডেঙ্গুতে আক্রান্ত অসহায় রোগীদের পাশে থাকবে জেলা আওয়ামীলীগ এমনটাই বলেন বক্তারা।
এদিকে, শনিবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ২৯ রোগি ভর্তি হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৯ জন।
# চুয়াডাঙ্গা প্রতিনিধি #