মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিরোধী অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিজন মিয়া নামের ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। আটক লিজন মিয়া মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের আসলাম মিয়ার ছেলে।
জানাগেছে গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম-এর নির্দেশনায়।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্য গোপাল কুমারের নেতৃত্বে ডিবি’র সদস্যরা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর জনৈক মোঃ হামিদুল শেখ এর গম ক্ষেতের দক্ষিণ পাশের হরিরামপুরগামী পাকা রাস্তার উপর থেকে মোঃ লিজন মিয়াকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় লিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।