মেহেরপুর নিউজ,২৩ মে: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেনে বলেছেন, বর্তমান সরকার ডাক বিভাগকে আধুনিকায়ন করার ব্যাপারে চিন্তাভাবনা করছে। ফরহাদ হোসেন বলেন, ঐতিহ্যবাহী ডাক বিভাগের সুনাম অক্ষুন্ন রেখে ডাক বিভাগের কর্মচারীদের কাজ করতে হবে। মানুষের সেবার মান বৃদ্ধি করতে হবে। সংসদ সদস্য ফরহাদ হোসেন শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত তাদের বেতন ভাকা বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। জেলা ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনুস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা এমপি সেলিনা আখতার বানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বক্তব্য রাথেন, ডাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম রেজা, সদস্য মাসুদ হোসেন, জিয়াউর রহমান প্রমুখ। পরে ইউনিয়নের নেতাকর্মীরা এমপিকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।