মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর শহরের কোট এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। তিনি তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক-প্রতিককে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর শহরের কাথুলী বাস স্ট্যান্ড থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।