মুজিবনগর প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোটব্রিজ এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন । নিহত ৩ ও আহতরা ২ প্রাইভেটকারের যাত্রী অপর জন ট্রাকের হেলপার । তাদের সকলের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্রভপুর গ্রামে।
আজ রবিবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী- গোয়ালন্দ সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে প্রাইভেট কারটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা বাগোয়ান ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের স্ত্রী সূব্রতা (৩০) ,ছেলে নিশান (৬) এবং শ্যালক শ্যামল (২৬) এবং ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। আহত হয় বিপুল বিশ্বাস, ইউপি সদস্য শংকর বিশ্বাসের ছোট ভাই বিপুল বিশ্বাসের শাশুড়ি ডেজিনা (৫০) ও গাড়ির ড্রাইভার রাজন। আহত দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আহলাদীপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭ টার দিকে প্রাইভেট কারযোগে বিপুল বিশ্বাস সহপরিবারে বল্লভপুর নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোটব্রিজ এলাকায় একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।