মেহেরপুর নিউজ:
জমি দখল করার লক্ষ্যে ট্রাক্টর দিয়ে চাষ করে শস্য ও হলুদ নষ্ট করার অভিযোগ করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামে ট্রাক্টর দিয়ে চাষ করে শস্য ও হলুদ নষ্ট করা হয় বলে অভিযোগ করা হয়।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ শিশিরপাড়া গ্রামের নিষ্ঠুর শেখের ছেলে সানোয়ার হোসেন ২০২১ সালে ৫৪ শতক জমি ক্রয় করে সেখানে চাষাবাদ শুরু করেন। গত পরশু ডাবু নামের এক ব্যক্তি ওই জমি দখল করার লক্ষ্যে ট্রাক্টর দিয়ে শস্য এবং হলুদ নষ্ট করে।
জমির মালিক সানোয়ার হোসেন জানান, ২০২১ সালে আশরাফ আলী এবং রিকাতের নিকট থেকে ৫৪ শতক জমি ক্রয় করি। সেখানে চাষাবাদ শুরু করি। এদিকে ওই জমি নিজের দাবি করে ডাবু জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করে এবং ফসল নষ্ট করে। এ ব্যাপারে ডাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সেখানে আমার অনেক জমি রয়েছে। আমি সানোয়ারকে আমার জমির দলিল দিয়ে রেখেছি। এবং তাকে জানিয়েছি আমার জমি বের করে দিয়ে তোমার জমি বের করে নাও।