মেহেরপুর নিউজ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ শীর্ষক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগে অধ্যয়নরত মেহেরপুর জেলার এর হরিরামপুর গ্রামের কৃত্বি সন্তান মোঃ রাকিবুল হক (আকাশ)।
উল্লেক্ষ্য, জিয়া হলের বিজয়ী প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন আকাশ। রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রোকেয়া হলের মনিকা দেবনাথ কথা, এবং দ্বিতীয় স্থান অধিকার করেন জহুরুল হক হলের মিরাজুন নবী।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘ট্যালেন্ট হান্ট’ এর আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। চার দিন ব্যাপী অনুষ্ঠব্য ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১২ই মার্চ ।
সমাপনী দিনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবায়েত উল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এবং জেএমআই গ্রপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক প্রমূখ।