মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার টেঙার মাঠ গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রায় আড়াই বিঘা জমির কপিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে নষ্ট করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। জমির মালিক পিরু মন্ডল জানান, সে আড়াই বিঘা জমি লিজ নিয়ে বাধা কপি চাষ করে। ওই কপি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করে দেয়। আগামী ২৫ তারিখের মধ্যে ক্রেতা কপি কাটার কথা বলে ২০ হাজার টাকা বায়না দেয় এদিকে হঠাৎ করে একই গ্রামের কলিমউদ্দিনের ছেলে তারাচাঁদ পাশের একটি পরিত্যক্ত জমিতে ঘাসমারার জন্য বিষ প্রয়োগ করে। একই সাথে রাতের আধারে তার কপির জমিতেও বিষ ছিটিয়ে দিয়ে চলে যায়। বৃহস্পতিবার সকালে সে মাঠে এসে দেখে তার কপি পুড়ে লাল হয়ে যায়। ঘটনার পরপরই গ্রাম্য মোড়ল আখতার হোসেনের নেতৃত্বে গ্রামবাসী কপির জমি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।