মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগ তারুণ্যের উৎসব উপলক্ষে টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আহমেদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ৬ উইকেটে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে।
জবাবে খেলতে নেমে আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সাগর সর্বোচ্চ ৪০ রান করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।