বিশেষ প্রতিবেদন

টিয়া পাখির মালিকানা মামলার রায় ৩০ জুন

By মেহেরপুর নিউজ

June 24, 2012

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন: টিয়া পাখি“মিঠু’র” মালিকানা দাবীতে গ্রাম আদালতের রায় ঘোষনার দিন ২২ জুন শনিবার ধার্য থাকলেও মামলার বিবাদী মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামের আহম্মদ আলী সময় প্রার্থনা করায় বিচারক আগামী ৩০ জুন রায় ঘোষনার পরবর্তী দিন ধার্য করেছে। শনিবার বিকেলে বিচারক এ ঘোষনা দেন। পাশাপাশি বিবাদী’র পুন:তদন্তের আবেদনের প্রেক্ষিতে আমঝুপি ইউনিয়ন পরিষদ পরিচালিত গ্রাম আদালতের প্রধান আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্য গ্রাম আদালতের কাছে তাদের তদন্ত প্রতিবেদন পেশ করবে। আমঝুপি  ইউপি চেয়াম্যান সাইফুল ইসলাম মেহেরপুর নিউজ কে জানান, আগামী ৩০ জুন গ্রাম আদালতের মাধ্যমে পাখিটির একটি রায় দেওয়া হবে এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে পরবর্তি দিনে গ্রাম আদালতের আইন ও পশু পাখি নিজ হেফাজতে নিয়ে কেউ লালান পালন করতে পারে কিনা সে দিক বিবেচনা করে দেখার পরে গ্রাম আদালত যে কোন একটি রায় ঘোষনা করবে। এবং পাখিটি কে সঠিক মালিক পাওয়া গেলে তার হাতে তুলে দেওয়া হবে । যদি না পাওয়া যায় তাহলে পাখিটি কে উন্মুক্ত করে দেওয়ার হবে। উলে­খ্য মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পোষ্য “মিঠু’ নামের একটি টিয়া পাখির মালিকানার দাবীতে অবশেষে মামলা গড়িয়েছে গ্রাম আদালতে। মামলার বাদী ও বিবাদী তাদের সিদ্ধান্তে অনড়,টিয়াটি পেতে প্রয়োজনে উচ্চ আদালতে যাবে। তবু প্রিয় এই পাখিটি তাদের চাই-ই। মেহেরপুরের আমঝুপির কারিগর পাড়ার জাহান  আলীর (বাদী) দাবী করে ২০০০ সালে বাচ্চা অবস্থায় টিয়াটি সংগ্রহ করে পোষেন। পাখিটির নাম দেন ‘মিঠু’। তাঁদের সন্তান না থাকায় পাখিটি সন্তানতুল্য হয়ে ওঠে। পরবর্তিতে ২০১০ সালের আগস্টে বাচ্চারা খেলার সময় সেটা হারিয়ে যায়। অপরদিকে একই গ্রামের মসজিদ পাড়ার আহম্মদ আলী (বিবাদী) বলছেন কয়েকবছর ধরে পাখিটি লালনপালন করছি। পাখিটির বয়স বর্তমানে ৩ বছরের ওপরে। ৭-৮ মাস হয়েছে পাখিটি কথা বলা শুরু করেছে। পাখিটিকে আমিই কথা বলানো দুই পক্ষই পাখির মালিকানার দাবিতে অনড় থাকায় দুটি কার্যদিবসে রায় দেওয়া সম্ভবপর হয়নি। আগামী ৩০ জুন এর রায় দেওয়া হবে। আদালতের রায়ে পাখিটির মালিকানা যারই হউক পাখিটি উন্মুক্ত করে দেওয়ার উচিত বলে মনে করেন সাধারন মানুষ।