মেহেরপুর নিউজ, ২০ এপ্রিল:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের মাঠে ট্রান্সফর্মার চুরি করার সময় ৩ চোরকে আটক করেছে গ্রামবাসী। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
জানাগেছে, সংঘবন্ধ একদল চোর মোনাখালি কবরস্থানের পাশে ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যাবার সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ঘেরাও করে। এসময় কুষ্টিয়া দৌলতপুরের লতনি খোলা গ্রামের হাজির ছেলে মজিব উদ্দিন, লক্ষিপুরের ইউনুস আলীর ছেলে জুয়েল এবং মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের রামেদ আলীর ছেলে হেলালকে আটক করে গনপিটুনি দিয়ে মুজিবনগর থানা পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে।