মেহেরপুর নিউজ:
টাকা ধার নেওয়ার পর টাকা ফেরত না দেয়া সংক্রান্ত একটি মামলায় জিয়ারুল নামের এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদণ্ড,৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ তারিক হাসান এ রায় দেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আনসার আলীর ছেলে। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আরশেদ আলীর ছেলে ইউনুস আলীর কাছ থেকে ২ লক্ষ ১৭ হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ইউনুস আলী বাদী হয়ে ৪০৬/৪২০ ধারা একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং ৪৭৮/১৮।
মামলায় মোট ৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে জিয়ারুল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় বাদী পক্ষে এ এস এম সাইদুর রাজ্জাক এবং আসামিপক্ষে মীর আলমগীর ইকবাল আলম কৌশলী ছিলেন।