বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আকাশ খান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দুফুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রাম থেকে আকাশ খানকে গ্রেফতার করা হয়।আটক আকাশ খান সদর উপজেলার বামনপাড়া গ্রামের হালু খানের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদনমোহন সাহার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার বামনপাড়া গ্রামের আকাশ খানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।