বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

By Meherpur News

April 20, 2025

মেহেরপুর নিউজঃ

আগামী ৩ মে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

রবিবার মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।দীর্ঘ প্রায় ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া  মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আগের দিন সভাপতি পদে হাসেম আলী, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম বাবলু, সহ-সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস মেগা, লাইন সেক্রেটারি পদে খলিলুর রহমান, কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম ঝন্টু, সদস্য পদে মীর সোলায়মান খোকন ও আব্দুল কাদের প্রধান নির্বাচন কমিশনার ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এসময় সহকারী কমিশনার এ.এস.এম সাইদুর রাজ্জাক টোটন, অ্যাডভোকেট,মোখলেছুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।