মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগ মেহেরপুর জেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন বালিকার একক-এ গাংনীর আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী তানিশা আক্তার এবং ব্যাডমিন্টন বালিকা দ্বৈতে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মনিরা-প্রীতি জুটি জেলা পর্যায়ে ফাইনালে উঠেছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা শিক্ষা অফিস ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালিকার এককে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের তানিশা আক্তার ২১-১৭,১৩-২১,২১-১৫ সেটে মুজিবনগরের গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের মনিরা আখতারকে পরাজিত করে। এদিকে একই কোটে অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালিকা দ্বৈতে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মনিরা-প্রীতি জুটি গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের খাদিজা আক্তার-মিম জুটিকে ১৫-১০,৩-১৫,১৫-৯ সেটে পরাজিত করে ফাইনালে ওঠে।