মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
সোমবার সকালে অনুষ্ঠিত খেলায় বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের সময় মাহফুজ জয় সূচক গোলটি করেন। এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এসময় পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হযরত আলী, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।