নির্বাচন

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিলেন রফিকুল ইসলাম

By মেহেরপুর নিউজ

September 15, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালের দিকে রফিকুল ইসলাম জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছারের নিকট মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।