নির্বাচন

জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাড. মিয়াজান আলী

By মেহেরপুর নিউজ

September 04, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী । রবিবার দুপুরের দিকে এডভোকেট মিয়াজান আলী মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় কার্যালয় মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফশিল ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এবং ভোট হবে ইভিএম-এ।