মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ১জন। সদস্যপদে ১৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার বিকাল পর্যন্ত মেহেরপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল। সদস্য পদে মেহেরপুর সদর উপজেলা থেকে সাবেক সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আব্দুল কুদ্দুস, রফিকুল ইসলাম, এবং জাহাঙ্গীর আলম।
মুজিবনগর থেকে সাবেক সদস্য আলমাস হোসেন শিলু, মোখলেছুর রহমান মুকুল, শাহিন আলী এবং আব্দুর রশিদ। গাংনী উপজেলা থেকে সাবেক সদস্য মজিরুল ইসলাম, শওকত আলী, কামাল এবং আব্দুর রশিদ তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে মেহেরপুর-মুজিবনগর থেকে সাবেক সদস্য শামীম আরা হীরা, সামিউন বাসিরা পলি, নার্গিস সুলতানা এবং তকলিমা খাতুন।এবং গাংনী থেকে সাবেক সদস্য শাহানা ইসলাম সান্তনা, মাকসুদা খাতুন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাকলি আক্তার তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। জেলা পরিষদের ১জন চেয়ারম্যান।মেহেরপুর সদর, গাংনী এবং মুজিবনগর থেকে ১জন করে ৩ জন সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মেহেরপুর-মুজিবনগর থেকে ১জন এবং গাংনী উপজেলা থেকে ১জন নির্বাচিত হবেন।