নির্বাচন

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাজী গোলাম রসুল

By মেহেরপুর নিউজ

September 14, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও  প্রশাসক হাজী গোলাম রসুল।

বুধবার দুপুরের দিকে গোলাম রসূল জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর হাজী গোলাম রসুল নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তফসিল অনুযায়ী  মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর। এক্ষেত্রে তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদের নির্বাচন হবে।