মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝি এ্যাড আব্দুস সালাম।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ্যাড আব্দুস সালাম জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার প্রাককালে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম, শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি শহীদ সাদিক হোসেন বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম ইমতিয়াজ হারুন বিন জুয়েল প্রমূখ। পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে আব্দুস সালাম তার মনোনয়নপত্র দাখিল করেন।