বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে ২ ব্যাবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

January 08, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা সহ লাইসেন্স না থাকার অভিযোগ ২ প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরে পৃথক দুটি স্থানে অভিযান চালানে হয়।মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ মামুনূল হাসানের নেতৃত্বে শহরের মহিলা কলেজ সড়কে ক্যাফে ইন নামক রেস্তোরায় অভিযান চালান। এ সময় সেখানে নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য,মেয়াদ উত্তীর্ণ মাংস, কাবাব, বার্গার ও কাবাবে ছত্রাক জাতীয় ভাইরাস পাওয়ায়। এবং দোকানের লাইসেন্স, খাদ্য অধিদপ্তর এর বিক্রিয় করা লাইসেন্স, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় দোকান মালিক সুমনের নিকট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে একই দিনে মেহেরপুর শহরের ঘাটপাড়ায় লাভলী চানাচুরের কারখানার অভিযান চালিয়ে সেখানে বৈধ কাগজপত্র না থাকায় কারখানা মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অন্যদের মধ্যে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।