ক্রিকেট

জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমী জয়ী।

By মেহেরপুর নিউজ

October 28, 2022

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে।

শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি ১২২ রানের পাহাড় সমান ব্যবধানে জোরপুকুরিয়া ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শ্রাবণ সর্বোচ্চ ৬৩ রান করেন। জবাবে খেলতে নেমে জোরপুকুরিয়া ক্রিকেট একাডেমী ১৩ ওভারে মাত্র ৫৯ রান করে সবাই আউট হয়ে যায়। ইয়ং টাইগার্স এর পক্ষে লিটল ৫টি উইকেট লাভ করে।