মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে।
বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় ইমরুল কায়েস ক্রিকেট একাডেম ৬ রানে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী কে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইমরুল কায়েস ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আলিফ সর্বোচ্চ ৩৮ রান করেন।
আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর লিওন ২টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে পাবলিক ক্লাব ও লাইব্রেরী ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাগর সর্বোচ্চ ৪৪ রান করেন।মাহমুদুল দলের পক্ষে ২টি উইকেট লাভ করেন।