মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী অনূর্ধ্ব ‘১৫’ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন। মাশব্যাপী অনূর্ধ্ব “১৫” ফুটবল প্রশিক্ষণে মেহেরপুরের বিভিন্ন এলাকার ৩৫ জন শিশু অংশগ্রহণ করছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক লিটন মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে সহযোগিতা করবেন মেহেরপুর জেলা ফুটবল উন্নয়ন সমিতর সভাপতি ও প্রাক্তন ফুটবলার আব্দুল মালেক।