মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে।
নির্বাচনে জাহিদ-রাশেদ প্যানেলে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৬ টি। আমিরুল-কানাই প্যানেলে ৯ পদে জয়লাভ করেছেন।
শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটের সময় ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর তিনটা পর্যন্ত ভোটদান পর্ব চলে । নির্বাচনে ১৩১ জন ভোটারের মন জয় করতে ১৫ টি পদে দুটি প্যানেলে মোট ৩০ জন প্রার্থী ভোট যুদ্ধ অবতীর্ণ হন। ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে জাহিদ-রাশেদ প্যানেলের সভাপতি আব্দুস সাত্তার জাহিদ ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম পান ৪৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাহিদ-রাশেদ রাশেদ হাসান ৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী সাহাজুল ইসলাম কানাই ৫৪ ভোট।
নির্বাচনে জাহিদ-রাশেদ প্যানেল থেকে দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল রেজা ৫৭ ভোট, প্রচার সম্পাদক রুপ চাঁদ আলি ৫৯ ভোট এবং নির্বাহী সদস্য পদে রাব্বি ইসলাম ৮২ ভোট, ইমন আলি ৬৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।
অপরদিকে, আমিরুল-কানাই প্যানেলে সহ সভাপতি মোজাম্মেল হক ৭৩ ভোট, রেজাউল হক ৬৩ ভোট পেয়ে সহ সভাপতি, যুগ্ম সম্পাদক পদে নূর মোহাম্মদ ৮৪ ভোট, কে এম পিয়ারুল হাসান ৬০ ভোটে যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৭৬ ভোট, কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে নির্বাহী সদস্য পদে সম্রাট মিয়া ৭৫ ভোট,উজ্জ্বল হোসেন ৭৪ ভোট, শামসুল আরেফিন ৫৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনাকারীর দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট রফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডঃ নাগিব মাহফুজ জুয়েল, মুখলেসুর রহমান স্বপন, আল মামুন অনল, আব্দুল্লাহ আল মামুন রাসেল সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন শেষ হওয়ার পরপরই সভাপতি সম্পাদককে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।