নির্বাচন

জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আমিরুল-কানাই পরিষদের নিরঙ্কুশ জয়

By মেহেরপুর নিউজ

March 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আমিরুল-কানাই পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৫ টি পদের মধ্যে আমিরুল-কানাই পরিষদের ১৩ টি এবং বিল্টু- রাশেদ প্যানেল থেকে দুটি পদে জয়লাভ করেছেন।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতিসহ চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ১২২ জন ভোটারের মন জয় করতে ১৫ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ৯৭ ভোট পেয়ে সভাপতি পদে পুনর্নির্বাচিত হন।নির্বাচনে অপর প্রার্থী বেল্টু ২৬ ভোট পান।

আমিরুল-কানাই প্যানেলের কামাল হোসেন কানাই ৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়সাল পান ১২ ভোট। নির্বাচনে আমিরুল-কানাই প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোজাম্মেল হক ও রেজাউল হক সহ-সভাপতি পদে। ফজর আলী যুগ্ম সম্পাদক পদে। সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ পদে শরিফুল ইসলাম,নির্বাহী সদস্য পদে সম্রাট হোসেন, উজ্জল হোসেন, শামসুল আরেফিন, আপেল খান নির্বাচিত হন। বেল্টু- রাশেদ পরিষদ থেকে যুগ্ম সম্পাদক পদে জিয়াউর রহমান এবং নির্বাহী সদস্য পদে সাইদুর রহমান জয়ী হন।

এছাড়াও আমিরুল- কানাই পরিষদের প্রচার সম্পাদক পদে আনিসুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে মাওলা বক্স বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।