তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুর জেলায় প্রথম ইলেকট্রিক্যাল ডিজইনফেক্টেড চেম্বার (বৈদ্যুতিক জীবাণুমুক্ত কামরা) গাংনীতে স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবনের প্রধান গেটে স্থাপিত ১ লক্ষ ৫ টাকা ব্যয়ে এ বৈদ্যুতিক জীবাণুমুক্ত চেম্বারের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ব্যক্তিদের করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এ চেম্বারের কার্যপ্রণালী ও সুফল তুলে ধরেন ডাঃ রিয়াজুল আলম। তিনি বলেন, সকলে সচেতনভাবে ও সামাজিক দূরত্ব বজায় রেখে হাসপাতালের গেইট দিয়ে যাওয়ার সময় এ জীবাণুনাশক চেম্বারের ভেতরে প্রবেশ করে নিজেকে জীবাণুমুক্ত করতে পারবেন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জেলাতে এই প্রথম বৈদ্যুতিক জীবাণুমুক্ত কামরার উদ্বোধন করা হলো। শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয় পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক গুলোতেও এর বাস্তবায়ন করা হবে। এডিবি’র অর্থায়নে এলজিইডি এ বৈদ্যুতিক জীবাণুমুক্ত কামরাটির বাস্তবায়ন করে।
এ সময় আরএমও সাদিয়া সুলতানা উপস্থিত ছিলেন। অন্যান্য চিকিৎসক ও কর্তব্যরত সেবিকা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।