বর্তমান পরিপ্রেক্ষিত

জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান

By Meherpur News

April 06, 2025

মেহেরপুর নিউজ:

জুলাই অভ্যুত্থানে আহত “এ”ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ উপস্থিত থেকে মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে রাজিব আহমেদের হাতে ২ লক্ষ টাকা চেক প্রদান করেন। রাজিব আহমেদ জুলাই অভ্যুত্থানে ঢাকার সুপারিশ প্রাপ্ত হিসেবে ২ লক্ষ টাকার চেক লাভ করেন।

চেক প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তরিকুল ইসলাম, (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক, ইমতিয়াজ আহমেদ, জুম্মা আহবায়ক তামিম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।