মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে: মুক্তিযুদ্ধের সময় জল্লাদের দরবার নাটকের লাড়কানার নবাব (ভুট্রো) চরিত্রে অভিনয় করে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় জীবন সায়াহেৃ এসে জাতীয় শিল্পকলা একাডেমী সম্মাননা পেলেন শ্রী প্রসেনজিৎ বোস বাবুয়া। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে তিনি এ সম্মাননা লাভ করেন। তিনি অসুস্থজনিত কারনে দীর্ঘদিন ধরে শয্যশায়ী থাকায় বাবুয়া বোসের পক্ষে তার ভাইয়ের কন্যা অনিন্দিতা বোস তাকে দেয়া ক্রেষ্ট,সম্মাননা সনদ ও ১০ হাজার টাকার চেক গ্রহন করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব রঞ্জিত বিশ্বাস। শ্রী প্রসেনজিৎ বোস বাবুয়াসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৬ শিল্পিকে জাতীয় সম্মাননা প্রদান করে শিল্পকলা একাডেমী। সম্মাননা প্রাপ্ত অন্য শিল্পিরা হলো বুলবুল মহলানবিশ, আব্দুল জব্বার, রথিন্দ্রনাথ রায়, আপেল মাহমুদ, সুজেও শ্যাম। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পিসহ দেশের সংস্কৃতি অঙ্গনের গুনী ও প্রথিতযশা ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।