জাতীয় ও আন্তর্জাতিক

জীবননগর থানার (ওসি) শেখ গণি মিয়াকে প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

November 12, 2019

চুয়াডাঙ্গা থেকে:

মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, মাদক কারবারিদের মাদক বিক্রিতে বাধা না দেওয়াসহ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগ পাওয়া যায় ওসি শেখ গণি মিয়ার বিরুদ্ধে। এছাড়া মাদক বিরোধী অভিযানে তার ব্যর্থতার প্রমাণ পাওয়া যায়। সেই সঙ্গে পুলিশ বাহিনীতে তার অধীনস্থ পুলিশ সদস্যদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখতে না পারার অভিযোগও পাওয়া যায় ওসি গণি মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। একই অভিযোগে জীবননগর থানার সাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামানকেও প্রত্যাহার করা হয়।