জীবননগর প্রতিনিধি, ০৮ জুলাই:
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতের তৈরী ৬টি এয়ার রাইফেল ও রাইফেলে ব্যবহৃত ২৯টি স্প্রিং উদ্ধার হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার মাধবখালী সীমান্তের একটি আমবাগানের মধ্য থেকে অস্ত্রগুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
৫৮ বিজিবি’র খালিশপুর ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জীবননগর উপজেলাস্থ ধোপাখালী বিওপির টহল দলের চোরাচালান বিরোধী অভিযান চলছিল।
এ সময় ভারতীয় সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরের মাধবখালী মাঠের একটি আমবাগানের মধ্য থেকে অস্ত্রগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৬টি এয়ার রাইফেল ও ২৯টি স্প্রিং ভারতের তৈরী। এগুলি অবৈধভাবে বাংলাদেশ অভ্যন্তরে এসেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭৯ হাজার টাকা।