জীবননগরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ৪৬১ বোতল ফেন্সিডিল ও একজন শীর্ষ মাদক কারবারী আটক হয়েছে। আটক মাদক কারবারী উপজেলার গয়েশপুর গ্রামের আইজুল ইসলামের ছেলে রানা (২৫)।
বুধবার সকাল ৮টার দিকে ৫৮ বিজিবি’র খালিশপুর ব্যাটালিয়ন জানান, গয়েশপুরের শীর্ষ মাদক কারবারী রানা মোটরসাইকেল যোগে ফেন্সিডিল বহন করছিল। এসময় গয়েশপুর বিওপি’র বিশেষ টহলদল গয়েশপুর উত্তরপাড়ার রাস্তা থেকে মোটরসাইকেলসহ রানাকে আটক করেন। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলের ভিতর বিশেষ উপায়ে বহন করা ১৭৮ বোতল ফেন্সিডিল জব্দ করেন। বিজিবি আরো জানান রানার সাথে আরও ৬জন আসামী ছিলো তারা সবাই পালিয়ে যায়। জীবননগর থানায় আসামী রানাকে হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে একই দিন সকালে জীবননগর সীমান্তবর্তী এলাকার হরিহরনগর গ্রামের একটি আমবাগানের ভিতর থেকে ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। ভারত থেকে পাচার হয়ে আসা ফেন্সিডিলগুলি চোরাকারবারীরা নিয়ে আসলে বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সটকে যায়। এসময় মালিক বিহিন অবস্থায় হরিহরনগর বিজিবি ক্যাম্পের টহল দল ফেন্সিডিলগুলি উদ্ধার করেন।
# জীবননগর প্রতিনিধি #