চুয়াডাঙ্গা প্রতিনিধি,২৩ মে: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর এলাকা থেকে ভারতে পাচারের সময় প্রায় দেড়শো ভরি (এক কেজি ৭৪১ গ্রাম) সোনার বারসহ মাবিয়া আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। আটক করা সোনার বাজার দর ৬৬ লাখ ৩৯ হাজার ৬৪৩ টাকা বলে জানায় বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অবৈধপথে ভারতে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিনের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে জীবননগন উপজেলার গয়েশপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী মাবিয়া আক্তার সোনা পাচারের উদ্দেশ্যে অবৈধপথে ভারতে যাচ্ছিলো। গোপন সূত্রে এ খবর পেয়ে মাবিয়া আক্তারকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ছোট-বড় ২১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারসহ মাবিয়া আক্তারকে জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।