খুলনা বিভাগ

জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

July 21, 2019

চুয়াডাঙ্গার জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ও হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করেন।

রবিবার (২১ জুলাই) সকাল ৯টায় উপজেলার আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক স্লোগান ও প্লাকার্ড হাতে নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জীবননগরের হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অপর একটি র‌্যালি হাসাদাহ বাজার হয়ে এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিদ্যালয় চত্ত¡রে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস।

আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, শিক্ষার্থী তামান্না জেরীন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বড় শহর পেরিয়ে এখন গ্রামাঞ্চলেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সচেতনতায় পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। আলোচনা অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রকল্প সমš^য়কারী মনিরুজ্জামান, পরিচালনা করেন সংস্থার প্রবীণ কমিটির সমন্বয়কারী শরিফুল ইসলাম।