জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি, ১৯ মে:
চুয়াডাঙ্গার জীবননগরে র্যাবের অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ একজন আটক হয়েছে। আটক মাদক কারবারী আরিফ ফুডের সত্বাধিকারী আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২৭)।
জানা যায়, ঝিনাইদহ র্যাব ৬ রবিবার রাত সাড়ে ৯টার সময় জীবননগর শহরের আরিফ ফুডে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান। এসময় আরিফ ফুডের দোকানের মধ্য থেকে ১৭০পিচ ইয়াবা, ইয়াবা সেবনে ব্যবহৃত ৩ প্যাকেট ফয়েল পেপার, ১৫০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ আরিফকে আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার মাসুদুল আলম ও এএসপি আমিনুর কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শেষে জানান, আরিফ ফুডে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় আরিফ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাবের দু’জন সদস্য আহত হয়। আরিফ একজনকে মারাত্মকভাবে কামড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে তার স্বীকারোক্তিতে দোকানের মধ্য থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয় ।