বর্তমান পরিপ্রেক্ষিত

জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের জিপিএ-৫ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

May 15, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার সকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৪ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীন, উপাধাক্ষ শামসুর রহমান টুটুল উপস্থিত থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আনিকা শম্মা, নাজিফা মাসুদ রোদসী,রাফিয়া ফারজানা ঐশী, রুমাইয়া নাসরিন রাখি, সেলিমা জাহান মুন্নি, তাসমিম খাতুন, সাদিয়া রহমান, হুমায়রা তাবাসসুম সোমা, লাবিবা তাসমিম, উমায়জা আহসান, উম্মে হাবিবা আক্তার তিশা, নওশীন জাহান, সুরাইয়া আক্তার মিম, ফাউজিয়া তাবাসসুম, মাহবুবা আক্তার বুশরা, ইলমা নাসরিন, নুসরাত জাহান লিজা, ফারহানা ইসলাম শাখী, সামিয়া শরীফ তন্তী,সানিয়া আজিজ, মারিয়া নুসরাত, উম্মে হেদায়াতুন নেছা, ফারহানা রহমান রিমি, মোছাম্মদ তাসমিয়া আক্তার তমা।

এছাড়াও শেফা খাতুন, হালিমা আক্তার মুন্নি, জান্নাতুল ফেরদৌস তুলি, কারিনা আক্তার ফারহা, সনম সোহা, জাইমা হুসাইন লিজা, ফাইরুজ আনিকা, নূর সুলতানা শিমলা, উম্মে খাদিজা, মেহেনাজ সুলতানা, জাকিয়া সুলতানা রিফা, ফারিয়া তাবাসসুম অর্পি, লাবিবা খাতুন, সাকিবু নাহার নিশাত, তামান্না তাসনিম, মৌমিতা খাতুন, আব্দুল আল রিয়াদ, সাগর আহমেদ, তাসলিম হোসাইন রাদ, ইকবাল আহমেদ মাসুদ, আবিদ আনজুম, শিহাব আহমেদ, ইশতিয়াক আহমেদ, হুসাইন আলমাস রাকিব, রাফি আনান, জুনাইদ ইকবাল, শামীন রায়ান, মনজারুল হক মাহফুজ, নাফিজ ইকবাল, সাদাত আল সাবাহ, সাদাত হোসাইন, মুশফিকুর রহমান মুহিন, আল আনান, আব্দুল্লাহ আল রোহান, তাহমিদ রহমান, সাকিব আল হাসান সাইফ, তানভীর খান আলিফ, তৌকিক আহমেদ, মুজাহিদুল ইসলাম, আজমাইন ইকতিদার, ফরহাদ ইসলাম নিরব, ফারহান শাহরিয়ার অয়ন, তামিম আল হাসান, হামিম উল আজিম, তারিক আজিজ তন্ময়, রেহেনা আরিফুল বিশ্বাস, জেবা মালিহা, সানিয়া আক্তার এশা, মুফতারা মুসকান ঐশী এবং আসফা আক্তার লুপা।এ সময় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।