মেহেরপুর নিউজ, ৩১ আগষ্ট:
জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব নেই মেহেরপুরে।
হরতালের শুরুতে বুধবার সকাল থেকে মেহেরপুরে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শহরে বাস, ট্রাক, রিকশা, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকল মার্কেটসহ শহরের সব দোকানপাট খোলা রয়েছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সকাল থেকে হরতাল যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশসহ আইন সৃংখলা বাহীনির সদস্যরা সরব রয়েছে।
এদিকে হরতালের শুরু থেকে মাঠে দেখা যায়নি জামায়াত-শিবির নেতাকর্মীকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল-সমাবেশ হয়নি।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, হরতালে নাশকতা বা কোন ধরণের অপ্রীতিকর ঠেকাতে প্রধান প্রধান সড়কসহ অলিগলিতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
প্রশঙ্গত, দেশের সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখায় মঙ্গলবার হরতালের ডাক দেয় জামায়াত।