অন্যান্য

জাপানে আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে ক্লাস নিবেন মেহেরপুরের শামস আল দিন সুমন

By মেহেরপুর নিউজ

October 31, 2015

মেহেরপুর নিউজ,৩১ অক্টোবর: জাপানের টোকিও বিদেশবিদ্যা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২দিন ব্যাপী চতুর্থ আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সম্মেলনে ক্লাস নেয়ার আমন্ত্রন পেয়েছেন মেহেরপুরের কৃতি সন্তান উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ সামস আল দিন সুমন। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০১৫ জাপানের টোকিও বিদেশবিদ্যা বিশ্ববিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সেক্রেটারী জেনারেল ড.শিনকিছি তানিগুছি স্বাক্ষরিত এক আমন্ত্রন পত্রে এ তথ্য জানা গেছে। মাসুদ সামস আল দিন সুমন মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক ড. গাজী রহমানের ২য় পুত্র। তিনি ১৯৯৭ সালে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯ সালে মেহেরপুর সরকারী কলেজ থেকে এইচএসসি এবং কলকাতা রবিন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থেকে বাংলায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি পিএইচডি গবেষনারত আছেন। সম্প্রতি সুমন কলকতাতে একটি বাঙ্গালী সেমিনারে অংশগ্রহন করেন