বর্তমান পরিপ্রেক্ষিত

জাদুখালি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 17, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার জাধুখালী ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে জাদুখালী মাঠে অনুষ্ঠিতৃ জাদুখালি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড ৪ উইকেটে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাবকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব ১৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রুবেল ২৬ রান করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর-১ নম্বর ১৩.৪ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রাজবা সর্বোচ্চ ৬৪ রান করেন।

খেলায় নাদিম ম্যান অব দা ম্যাচ। এবং রাজবা ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাদুখালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হোসেন নিয়াজি এনামুল হক সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান।