মেহেরপুর নিউজ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যেগে মঙ্গলবার বিকালে জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিমা আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। এর আগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা হয়। মেহেরপুর ইসলামীক ফাউন্ডেশনের উদ্যেগে পুরুস্কার বিতরণ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ইসলামীক ফাউন্ডেশনের উদ্যেগে শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। ইসলামীক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কে এম শাহীন কবিরের সভাপতিত্বে ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ্ব আনসার উদ্দিন বেলালী। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
মেহেরপুরে চিকিৎসকদের উদ্যোগে শিশুদের মাঝে পোশাক বিতরণ বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুর বিএমএ ও চিপ’র উদ্যোগে শিশুদের মধ্যে পোশাক ও প্লেট বিতরণ করা হয়। মঙ্গলবার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক ও প্লেট বিতরণ করেন। বিএমএ সভাপতি ডা.রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে রাখেন স্বাচিপ সভাপতি ডা. এম এ বাশার, সম্পাদক তাপস কুমার, ডা. অলোক কুমার দাস, ডা. পারভিন আক্তার প্রমুখ।