বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 25, 2025

মেহেরপুর নিউজ:

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক,জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন প্রমুখে উপস্থিত ছিলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। নিহত হন সব মিলিয়ে ৭৪ জন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।