মেহেরপুর নিউজ:
২৬ সেপ্টেম্বর ২০২০ থেকে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ের এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে সোমবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে জেলা এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বিভাগের প্রধান রঞ্জিত কুমার , মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর, জেলা আনসার কমান্ডেন্ট রাকিবুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাস, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।